অন্তরা বিশ্বাস
অন্তরা বিশ্বাস হলেন একজন বাঙালি অভিনেত্রী। তিনি পর্দায় মোনালিসা নামে অভিনয় করেন। তিনি প্রধানত ভোজপুরি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি, বাংলা, ওড়িয়া, কন্নড়, তেলুগু ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি আজ পর্যন্ত ১০০টির বেশি ভোজপুরি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি বিগ বসের দশম সংস্করণে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।[2]
মোনালিসা | |
---|---|
![]() ২০২২ সালে মোনালিসা | |
জন্ম | অন্তরা বিশ্বাস নভেম্বর ২১, ১৯৮২[1] |
অন্যান্য নাম | মোনালিসা |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৯৭-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | বিক্রান্ত সিং রাজপুত (বি. ২০১৭) |
প্রাথমিক জীবন
অন্তরা বিশ্বাসের জন্ম দক্ষিণ কলকাতার এক বাঙালি পরিবারে।[3] এরপর তিনি জুলিয়েন স্কুলে পড়াশুনো করেন। তিনি আশুতোষ কলেজ থেকে স্নাতক হন।
অভিনয় জীবন
তিনি বিভিন্ন সল্প বাজেটের চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি প্রথমে ওড়িয়া ভাষার টেলিভিশন অভিনেত্রী ও মডেল হিসাবে কাজ করেছেন। এরপর তিনি অজয় দেবগন ও সুনীল শেঠির সঙ্গে ব্লাকমেইল নামে একটি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি তওবা তওবা নামে একটি তেলুগু ভাষার চলচ্চিত্রে অভিনয় করেন। কন্নড় ভাষার জ্যাকপট চলচ্চিত্রেও তাকে অভিনয় করতে দেখা গেছে।[4] দ্য হিন্দু পত্রিকা তাকে ভোজপুরি চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী (রিঙ্কু ঘোষের সঙ্গে) হিসাবে বর্ণনা করেছে।[5]
ব্যক্তিগত জীবন
২০১৭ সালের ১৭ জানুয়ারি তিনি "বিগ বস ' এর বাড়িতে তার প্রেমিক ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুত কে বিয়ে করেছিলেন।[6]
চলচ্চিত্রের তালিকা
বছর | নাম | ভূমিকা | ভাষা | উৎস |
---|---|---|---|---|
১৯৯৭ | জয়তি | আরতি | হিন্দি | |
১৯৯৮ | 'হামাম ফাই আমস্টারডাম' | — | ওড়িয়া | |
১৯৯৯ | "হে শ্রীরাম" | রিমা দাস | ওড়িয়া | |
২০০১ | দমন (চলচ্চিত্র) | আইটেম গান | হিন্দি | |
২০০২ | রং নম্বর | — | ওড়িয়া | |
২০০৩ | টপ সম্রাট | বাংলা | বাংলাদেশী সিনেমা[7] | |
২০০৪ | অধিকার | — | বাংলা | |
২০০৪ | মহড়া | বাংলা | বাংলাদেশী সিনেমা[8] | |
২০০৪ | তওবা তওবা | রুবিনা | হিন্দি | |
২০০৪ | "আব বাস!" | বিশেষ চরিত্র | হিন্দি | |
২০০৫ | "এক হাই ভুল" | তানভি | হিন্দি | |
২০০৫ | জলওয়া: প্রেমকা মজা | মনিশা ত্রিপতি/তানিয়া 'চিংকি' | হিন্দি | |
২০০৫ | জ্যাকপট | লায়লার | কন্নড | |
২০০৫ | বটি ও বাবলি | নর্তকী | হিন্দি | |
২০০৫ | ব্ল্যাকমেইল | আইটেম মেয়ে | হিন্দি | |
২০০৫ | 'ববি: প্রেম অ্য়ান্ড কামনা' | ববি ডি কোস্টা | হিন্দি | |
২০০৬ | 'হাফ ফ্রাই হায়দরাবাদী' | — | হিন্দি | |
২০০৭ | "লাভ গুরু" | — | হিন্দি | |
২০০৭ | কাফিলা | নীহারিকা | হিন্দি | |
২০০৭ | জাগাদাম | রাম পোথিনেনি্র সাথে আইটেম গার্ল | তেলুগু | |
২০০৮ | "এনকাউন্টার দিনাইয়াক" | — | কন্নড় | |
২০০৮ | মানি হায় তো মধু হায় | মনিষ সারিফের স্ত্রী মো | হিন্দি | |
২০০৮ | ভাথিয়ার | — | তামিল | |
২০০৮ | নাগারাম | — | তেলুগু | |
২০০৮ | সিলাম্বাত্তাম | — | তামিল | |
২০০৯ | বোনি | — | তেলুগু | |
২০১০ | 'টু দা লন্ডন কলিং' ' | সোনিয়া/উর্বশী | হিন্দি | |
২০১০ | "এক চাতুর নায়ার" | — | হিন্দি | |
২০১০ | 'রয়্যাল উৎসব' | — | হিন্দি | |
২০১০ | হ্যামিলটন প্যালেস | — | হিন্দি | |
২০১০ | 'খোবসুরত - দ্য সৌন্দর্য' | — | হিন্দি | |
২০১০ | "মেরি লাইফ মেইন উস্কানি ওয়াইফ" | দিপাল | হিন্দি | |
২০১০ | আতঙ্ক (২০১০-এর চলচ্চিত্র) | বাংলা | ||
২০১১ | 'খবসুরত নওকরণী' | — | হিন্দি | |
২০১১ | বাবলু | — | তেলুগু | |
২০১১ | 'কধালুকু মারানামিলাই' ' | — | তামিল | |
২০১২ | 'এন ইয়ার কুমারাসামি' ' | — | তামিল | |
২০১৮ | দুলান চাহি পাকিস্তান সে ২ | — | ভোজপুরি | |
ভোজপুরি চলচ্চিত্র
- ভোল শংকর (২০০৮)
- 'খাতাইলাল মিথিলাল' (২০০৮)
- "কাহ জাইবা রাজা নাজরিয়া লাদাইকে" (২০০৮)
- "তু বাবুয়া হামার" (২০০৮)
- 'শ্রীরাম চালক বাবু' (২০০৭)
- হো গনি দেওয়ানা তোরারা পিয়ার মি (২০০৯)
- "কাহান জাইবা রাজা নাজারিয়া লাদাই কে" (২০০৯)
- 'হুম বাহুবালী' '(২০০৯)
- "দুলা আলবেলা" (২০০৯)
- 'রণভূমি' (২০০৯)
- "প্রতিগী" (২০০৯) - আইটেম সং "লেহরিয়া লুতা এ রাজা"
- "হুম হাই খলনায়ক" (২০০৯)
- "সিন্ধু দ্যান" (২০০৯)
- "জেড মেইন বালমা পাইরা লেজ" (২০০৯)
- 'সাহার ওয়ালী জান মারেলি' (২০০৯)
- "এক আর কুরুক্ষেত্র" (২০১০)
- "তু জান হা হা হামার" (২০১০)
- "ধর্মমত" (২০১০)
- "নাথুনিয়া পে গলি মারে" (২০১০)
- "ভজপুরিয়া ডন" (২০১০)
- "রঙ্গবাজ দারোগা" - আঞ্চলাল (২০১০)
- "নীনহাল" (২০১০)
- "সাত সাহহিয়া" (২০১০)
- দেবরা বাদা সাতভেলা (২০১০)
- দেবরা ভায়েল দেওয়ানা (২০১৪)
- "মৃত্তিকাজে" (২০১০) (বিশেষ উপস্থিতি)
- "লোফার" (২০১০)
- "কুনুন হামরা মুথী মেইন" (২০১০)
- "দারার" (২০১০)
- "মোরা বালমা চেল চিবিলা" (২০১১)
- "আপনে বেগনে" (২০১১)
- 'আখরিস্তা' (২০১১)
- "বারুদ" (২০১১)
- "দ্য গ্রেট হিরো হিরালাল" (২০১১)
- "গুন্ডাইরাজ" (২০১১)
- লাদাই লা আখিযান এ লৌন্দে রাজা (২০১১)
- "কার্তভ্য" (২০১১)
- "হামার দেবদাস" (২০১১)
- ভাইয়া হামর দিওয়ান (২০১২)
- "মেহরারু বিনা জাতীয় কৈশ কটি" (২০১২)
- "ডাকাত" (২০১২)
- "খদ্দার" (২০১২) - সুনিতা
- "নাগিন" (২০১২)
- "খুন পাসিনা" (২০১২)
- "মেহরারু বিনা রীতি কাসি কাটি" (২০১২)
- এলান ই জং (২০১২)
- "দবানং মোর বালমা" (২০১৩)
- "রঙ্গ দে পয়ার কে রং রং" (২০১৩)
- জান লেবু ক হো (২০১৩)
- "বানারসওয়ালী" (২০১৩)
- "প্রতিবাদ" (২০১৩)
- 'দেশ পারদেশ' (২০১৩)
- "কসম ওয়ারদি কে" (২০১৩)
- "বিভি নং 1" (২০১৩)
- "লাগ সানেহিয়া কে দোর" (২০১৩)
- সালা মুইন টু সাহেব বান গায় (২০১৩)
- "জীদী আশিক" (২০১৩)
- 'সাভারিয়ানটস লাগি কৈসী লোগান '(২০১৩)
- "মাটি প্রীতি জগাওয়ালে" (২০১৩)
- জেনারের (২০১৩)
- "ইশক ক মঞ্জান ঘাইস হাই পিয়া" (২০১৩)
- "গুমরাহ" (২০১৩)
- "ইজাজাত" (২০১৩)
- "ছাম্মিয়া ভেলওয়ালী" (২০১৩)
- "জীবন যুধ" (২০১৩)
- "খুন বড়ি মাং" (২০১৩)
- "সায়ান ভিলান পারদশিয়া" (২০১৩)
- 'জোডি নং 1' '(২৯১৩)
- 'গোলাম' (২০১৩)
- "মিতা দেব রাওয়ানরাজ" (২০১৩)
- "বুধওয়া ত্মতমওয়ালা" (২০১৩)
- লাগল বা পয়ার কে বুখার (২০১৩)
- "তসলি বিন সুনা আংগানওয়া" '(২০১৩)
- "গঙ্গা পুত্রা" (২০১৩)
- চেদি গঙ্গা কিনেওয়ালা (২০১৩)
- 'নাতাওয়ার লাল' (২০১৩)
- "এক নিহতের" (২০১৩)
- পকেট গ্যাংস্টার (২০১৫)
- "রাঠ ভূমি" (২০১৫)
- "প্রেম লীলা" (২০১৫)
- "সায়ান তুফানি" (২০১৫)
- সুহাগ (২০১৫)
- 'রক্ষভূমি' (২০১৫)
- সরকার রাজ (২০১৭)
- "জয় শ্রী রাম" (২০১৭)
- দুলান চাহি পাকিস্তান সে ২ (২০১৮)
ওয়েব সিরিজ
বছর | নাম | ভূমিকা | ভাষা | তথ্যসূত্র |
---|---|---|---|---|
২০১৮ | দুপুর ঠাকুরপো ২ | ঝুমা বৌদি | বাংলা |
টেলিভিশন
বছর | নাম | ভূমিকা | নোট |
---|---|---|---|
২০১৬ | কমেডি নাইট বাচাও | সেলিব্রিটি অতিথি | রানী চ্যাটার্জীএর সাথে |
২০১৬ | বিগ বস ১০ | সেলিব্রিটি প্রতিযোগী | ৬ ষষ্ঠ স্থান, নির্বাসন দিন ৯৭ |
২০১৭ | নাচ বালিয়ে ৮ | সেলিব্রিটি প্রতিযোগী | বিক্রান্তএর সাথে |
২০১৭ | "কমেডি দাঙ্গাল" | প্রতিযোগী | নেহা পেনসেস এবং সুরি জ্যোতিএর সাথে |
২০১৮-২০২০ | 'নজর' | মোহনা (ডাইনী ) |
তথ্যসূত্র
- "Bigg Boss 10 November 21, episode 36 update: Manu's surprise for his 'good friend' Mona Lisa on her birthday"। The Times of India (ইংরেজি ভাষায়)। ২০১৬-১১-২১। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৩।
- "Just In: Bhojpuri actress Antara Biswas aka Monalisa in 'Bigg Boss ..."।
- "Antara Biswas"। Indiatimes। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- "Understanding love"। The Hindu। ১৬ জুলাই ২০০৬। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- "Bhojpuri cinema edges its way to success"। The Hindu। IANS। ২৮ আগস্ট ২০১০। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০১৬।
- Mulla, Zainab (২০১৭-০১-১৮)। "Bigg Boss 10: Monalisa and Vikrant Singh Rajpoot are married! View exclusive wedding and mehndi pictures & video!"। India.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৪।
- "টপ সম্রাট (Top Samrat)"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৩।
- "মহড়া (Mohora) - বাংলা মুভি ডেটাবেজ | Bangla Movie Database"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৩।
বহিঃসংযোগ
![](../I/Commons-logo.svg.png.webp)