অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ
আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ হল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পরিচালিত মহিলাদের জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলগুলির মধ্যেকার আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা।[1][2] প্রথম প্রতিযোগিতার আসর বসবে দক্ষিণ আফ্রিকায়, জানুয়ারি ২০২৩-এ।[3] সকল ম্যাচ খেলা হবে টি২০ ফরম্যাটে।[4]
অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট বিশ্বকাপ | |
---|---|
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
খেলার ধরন | মহিলাদের টি২০ |
প্রথম টুর্নামেন্ট | ২০২৩ |
শেষ টুর্নামেন্ট | ২০২৩ |
পরবর্তী টুর্নামেন্ট | ২০২৫ |
প্রতিযোগিতার ধরন | দ্বৈত রাউন্ড-রবিন ও নক-আউট |
দলের সংখ্যা | ১৬ |
বর্তমান চ্যাম্পিয়ন | ভারত (১ম শিরোপা) |
সর্বাধিক সফল | ভারত (১টি শিরোপা) |
সর্বাধিক রান | শ্বেতা সেহরাওয়াত (২৯৭) |
সর্বাধিক উইকেট | ম্যাগি ক্লার্ক (১২) |
ওয়েবসাইট | আইসিসি |
আসরসমূহ | |
---|---|
|
ইতিহাস
আসাদের প্রতিযোগিতাতে ২০২১ সালের জানুয়ারি মাসে সংঘটিত হওয়ার কথা ছিল। তাই, ২০২০ সালের নভেম্বরে আইসিসি প্রতিযোগিতার জন্য সময়সূচি নির্ধারণ করে। আয়োজক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই প্রতিযোগিতা কোভিড-১৯ মহামারীর জন্য ২০২১-এর ডিসেম্বরে হবার কথা ঘোষণা করে।[5][6][7][8]
কিন্তু প্রতিযোগিতাটি পুনরায় বাতিলরুপে ঘোষিত হয় এবং ২০২৩-এ জানুয়ারিতে অনুষ্ঠিত হবার কথা ঘোষিত হয়।[9]
পরে ২০২২-এর জানুয়ারিতে আইসিসির সিইও জিওফ অ্যালারডাইস ঘোষণা করেন, আইসিসি দ্রুত এই প্রতিযোগিতা চালু করার জন্য আয়োজক নির্ধারণ করতে যাচ্ছে।[10]
১৩ নভেম্বর ২০২২-এ, আইসিসি ২০২৫ ও ২০২৭ আসরের আয়োজক হিসেবে যথাক্রমে থাইল্যান্ড-মালয়েশিয়া যৌথ ও বাংলাদেশ-নেপাল যৌথ দেশদ্বয়ের নাম ঘোষণা করে।[11]
ফাইনাল খেলা
বছর | আয়োজক | ফাইনাল খেলার স্থান | ফাইনাল | দল | ||
---|---|---|---|---|---|---|
বিজয়ী | ফলাফল | রানার্স-আপ | ||||
২০২৩ | দক্ষিণ আফ্রিকা | সেনওয়েস পার্ক, পচেফস্ট্রুম | ভারত ৬৯/৩ (১৪ ওভার) |
ভারত ৭ উইকেটে জয়ী স্কোরকার্ড |
ইংল্যান্ড ৬৮ (১৭.১ ওভার) |
১৬ |
২০২৫ | থাইল্যান্ড মালয়েশিয়া |
অনির্ধারিত | ১৬ | |||
২০২৭ | বাংলাদেশ নেপাল |
অনির্ধারিত | ১৬ |
দলসমূহের পারফরম্যান্স
চ্যা | চ্যাম্পিয়ন |
রা | রানার্স-আপ |
সেমি | সেমি-ফাইনাল |
প২ | ২য় পর্ব (সুপার ৬) |
প১ | ১ম পর্ব (গ্রুপ পর্ব) |
Q | উত্তীর্ণ |
• | অনুত্তীর্ণ |
× | অংশ নেয়নি |
আয়োজক |
বছর/ দল |
২০২৩ (১৬) |
২০২৫ (১৬) |
২০২৭ (১৬) |
মোট |
---|---|---|---|---|
অস্ট্রেলিয়া | সেমি | ১ | ||
বাংলাদেশ | প২ | Q | ১ | |
ইংল্যান্ড | রা | ১ | ||
ভারত | চ্যা | ১ | ||
ইন্দোনেশিয়া | প১ | ১ | ||
আয়ারল্যান্ড | প২ | ১ | ||
মালয়েশিয়া | • | Q | – | |
নেপাল | • | Q | – | |
নিউজিল্যান্ড | সেমি | ১ | ||
পাকিস্তান | প২ | ১ | ||
রুয়ান্ডা | প২ | ১ | ||
স্কটল্যান্ড | প১ | ১ | ||
দক্ষিণ আফ্রিকা | প২ | ১ | ||
শ্রীলঙ্কা | প২ | ১ | ||
থাইল্যান্ড | • | Q | – | |
সংযুক্ত আরব আমিরাত | প২ | ১ | ||
মার্কিন যুক্তরাষ্ট্র | প১ | ১ | ||
ওয়েস্ট ইন্ডিজ | প২ | ১ | ||
জিম্বাবুয়ে | প১ | ১ |
দলসমূহের আত্মপ্রকাশ
বছর | দল | মোট |
---|---|---|
২০২৩ | অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, রুয়ান্ডা, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে | ১৬ |
২০২৫ | থাইল্যান্ড, মালয়েশিয়া | ২ |
২০২৭ | ১ |
তথ্যসূত্র
- "ICC to hold Under-19 World Cup for Women in 2021"। Cricbuzz। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১।
- "Women's ICC events receive prize money boost"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১।
- "Inaugural U-19 World Cup to be played in T20 format"। Women's CricZone। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২২।
- "ICC CEO Allardice says discussions on 'to bridge the gap between women and men's prize money'"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২২।
- "ICC to hold Under-19 World Cup for Women in 2021"। Cricbuzz। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।
- "Women's ICC events receive prize money boost"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৯।
- "ICC considering deferring 2021 U-19 Women's World Cup to later in the year"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০।
- "Bangladesh to host inaugural Women's U19 World Cup in December"। CricBuzz। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০২১।
- "U19s World Cup delay to deny Aussie young guns"। Cricket Australia। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২১।
- "Under-19 Women's World Cup 'very much on the cards' for January 2023, says Geoff Allardice"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২।
- "Hosts of U19 ICC Global Events Until 2027 Announced"। International Cricket Council। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০২২।