অনুগুল

অনুগুল (ওড়িয়া: ଅନୁଗୋଳ, প্রতিবর্ণী. অনুগোল়), ভারতের ওড়িশা রাজ্যের অনুগুল জেলার একটি শহর।

অনুগুল
ଅନୁଗୋଳ
উপনগরী
অনুগুল জগন্নাথ মন্দির
ডাকনাম: অ্যালুমিনিয়াম সিটি
অনুগুল
ভারতের ওড়িশা রজ্যে অনুগুল শহরের অবস্থান
স্থানাঙ্ক: ২০°৪৭′৫০″ উত্তর ৮৫°১′২৬″ পূর্ব
রাষ্ট্র ভারত
রাজ্যওড়িশা
জেলাঅনুগুল
সরকার
  সমাহর্তাশচীন আর. যাদব
জনসংখ্যা (২০১১)
  মোট৪৪,৩৯০
ভাষা
  সরকারীওড়িয়া
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৭৫৯১২২
টেলিফোন কোড+৯১ ৬৭৬৪
যানবাহন নিবন্ধনOD-19(ও.ডি. ১৯)
নিকটবর্তী শহরকটক, ভুবনেশ্বর
লিঙ্গানুপাতপ্রতি হাজার পুরুষে ৮৯৩ জন মহিলা
সাক্ষরতা৬৮%
লোকসভা কেন্দ্রঢেঙ্কানাল
আবহাওয়াaccording to weather (Köppen)
গড় গ্রীষ্মকালীন উষ্ণতা৪৭ °সে (১১৭ °ফা)
গড় শীতকালীন উষ্ণতা১০ °সে (৫০ °ফা)
ওয়েবসাইটwww.angul.nic.in

জনসংখ্যার উপাত্ত

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে অণুগুল শহরের জনসংখ্যা হল ৩৮,০২২ জন।[1] এর মধ্যে পুরুষ ৫৫% এবং নারী ৪৫%।

এখানে সাক্ষরতার হার ৮০%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৪% এবং নারীদের মধ্যে এই হার ৭৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে অণুগুল এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।

তথ্যসূত্র

  1. "ভারতের ২০০১ সালের আদমশুমারি"। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৭
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.