অনির্বাণ (চলচ্চিত্র)
অনির্বাণ ১৯৮১ সালেত মুক্তিপ্রাপ্ত একটি ক'লা-বগা অসমীয়া চলচ্চিত্র।[1] এটি ড: ভবেন্দ্রনাথ শইকীয়া পরিচালিত দ্বিতীয় ছবি। ড: শইকীয়ার অন্যান্য ছবির মতো এই ছবির কাহিনীও তার একটি ছোটগল্পের থেকে নেওয়া হয়েছিল। গল্পটি ছিল 'প্রহরী'; রচনাকাল ১৯৬০ সালে। তিনি পরিচালনার সঙ্গে ছবিটির চিত্রনাট্য ও সংলাপও রচনা করেন। প্রযোজক ছিলেন তার পত্নী প্রীতি শইকীয়া। অনির্বাণ আঞ্চলিক ভাষার শ্রেষ্ঠ ছবির 'রজত কমল' পুরস্কার লাভ করেছিল।[1]।
অনির্বাণ (The Vigil) | |
---|---|
পরিচালক | ড: ভবেন্দ্র নাথ শইকীয়া |
প্রযোজক | প্রীতি শইকীয়া |
চিত্রনাট্যকার | ভবেন্দ্র নাথ শইকীয়া |
উৎস | ভবেন্দ্র নাথ শইকীয়ার গল্প 'প্রহরী' (১৯৬০) |
শ্রেষ্ঠাংশে | ভোলা কটকী রুণু গোস্বামী সঙ্গীতা শইকীয়া আনন্দ মোহন ভাগবতী |
সুরকার | আখতার খান |
চিত্রগ্রাহক | ইন্দুকল্প হাজারিকা |
সম্পাদক | নিকুঞ্জ ভট্টাচার্যি |
মুক্তি | ৬ ফেব্রুয়ারি, ১৯৮১ |
দেশ | ভারত |
ভাষা | অসমীয়া |
কুশীলব
- ভোলা কটকী,
- রুণু গোস্বামী,
- সঙ্গীতা শইকীয়া
- আনন্দ মোহন ভাগবতী
- উৎপল চক্রবর্তী
- হেমন্ত দত্ত
- বিদ্যুত চক্রবর্তী
- ববিতা শর্মা
- কামিনী বরুয়া
- রীতু দাস
- অনন্ত গগিয়ে
- ঈশান বরুয়া
- চিরন্তন হাজারিকা
কলা-কুশলী
(তথ্যতে উল্লেখ না থাকা)
- কারিকরী সহকারী: অরুণ গুহ ঠাকুরতা
- সহকারী পরিচালক: গুণসিন্ধু হাজারিকা, মাণিক বরা
- শব্দযন্ত্রী: পিযুষ কান্তি রয়
- রূপসজ্জা: দেবী হালদার
পুরস্কার
১৯৮১ সালে অসমীয়া ভাষার শ্রেষ্ঠ ছবির রাষ্ট্রীয় পুরস্কার (রজত কমল) লাভ করে।
তথ্যসূত্র
- Bhabendra Nath Saikia's films, আহরণ ১৮.১১.২০১১
বহিঃসংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে অনির্বাণ (ইংরেজি)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.