অনির্বাণ ভট্টাচার্য

অনির্বাণ ভট্টাচার্য একজন ভারতীয় বাঙালি মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি অনেক জনপ্রিয় মঞ্চ নাটকে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। মনোজ মিত্র রচিত, দেবেশ চট্টোপাধ্যায় পরিচালিত দেবি সর্বমস্তা ছিল তাঁর প্রথম সফল মঞ্চ নাটক। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য মঞ্চ নাটকগুলি হল অ্যান্টনি সৌদামিনী, নাগমণ্ডলা ( গিরিশ কর্ণাদ এর প্রখ্যাত নাটক), যারা আগুন লাগায়, বিসর্জন, এফএম মহানগর, কারু বাসনা, অদ্য শেষ রজনী, অথৈ ইত্যাদি। ২০১৭ সালে,অদ্য শেষ রজনী তে সেরা অভিনেতা হিসাবে মাহিন্দ্রা এক্সিলেন্স ইন থিয়েটার অ্যাওয়ার্ডস (মেটা) পেয়েছিলেন। [2] ২০১৫ সালে, তিনি জি বাংলার টেলিফিল্ম কাদের কুলের বউ দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন। ঈগলের চোখ চলচ্চিত্র থেকে তিনি বিজন রায় চরিত্রে খ্যাতি পেয়েছিলেন। [3] এই চরিত্রে অভিনয় করার জন্য, তিনি ২০১৭ সালে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। ২০১৯ সালে, তিনি ঘরে বাইরে আজ চলচ্চিত্রের নিখিলেশ চৌধুরীর চরিত্রের জন্য প্রথম সেরা অভিনেতা পুরস্কার পেয়েছিলেন যা সমালোচক এবং শ্রোতাদের দ্বারা প্রশংসিত হয়েছিল।

অনির্বাণ ভট্টাচার্য
জন্ম
অনির্বাণ ভট্টাচার্য

(1986-10-07) ৭ অক্টোবর ১৯৮৬
পেশাঅভিনেতা, মঞ্চ অভিনেতা
কর্মজীবন২০১০-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
গুমনামি, দ্বিতীয় পুরুষ, ড্রাকুলা স্যার
দাম্পত্য সঙ্গীমধুরিমা গোস্বামী

কলকাতা টাইমস তাকে ২০১৩ সালের সবচেয়ে পছন্দের পুরুষ এর শীর্ষ দশ এর একজন হিসাবে নির্বাচিত করেছে। [4]

প্রাথমিক জীবন

অনির্বাণ ১৯৮৬ সালের ৭ অক্টোবর পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। তিনি মেদিনীপুরের নির্মল হৃদয় আশ্রম ক্যাথলিক চার্চ উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেন। তার পরে, ২০০৪ সালে তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে থিয়েটার পড়তে কলকাতায় চলে আসেন। তিনি নাটকে স্নাতকোত্তর শেষ করেছেন এবং ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রক থেকে ২০০৯ সালে তরুণ শিল্পী বৃত্তি পেয়েছেন। [5]

মঞ্চ নাটক

তিনি ২০০২-২০১০-এর মধ্যে বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করেছিলেন এবং ২০০৮ সালে ভট্টাচার্য ওয়ার্কশপ ভিত্তিক মঞ্চ নাটক ঝুনকি (ঝুঁকি) -তে অভিনয় করেছিলেন, যা কিনা ইয়ের্গি গ্রোটোস্কির ছাত্র প্রখ্যাত মিঃ স্টিভ ক্লোরফিয়েন দ্বারা পরিচালিত। এটি আমেরিকান কাউন্সিল এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগ ছিল। [5] তিনি কিং লিয়ার, দেবি সর্বমস্তাএবং চন্দ্রগুপ্তের মতো তিনটি নাটকে অভিনয় করেছিলেন। এর পরে তিনি ২০১৩ সালের জানুয়ারিতে মিনার্ভা রিপারটায়ার থেকে পদত্যাগ করেছিলেন এবং পেশাদার ফ্রিল্যান্স মঞ্চ অভিনেতা হিসাবে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। [6]

বছর নাটক পরিচালক ভূমিকা
২০০৫ বিজলিবালার মুক্তি আদ্রিজা দাশগুপ্ত কথক
২০০৭ তুমি ডাক দিয়েছো কোন সকালে আদ্রিজা দাশগুপ্ত একাধিক চরিত্র
২০০৭ দুরে বাজে (প্রচেত গুপ্তের ছোটগল্পের উপর ভিত্তি করে) আদ্রিজা দাশগুপ্ত কথক
২০০৮ শিল্পী আদ্রিজা দাশগুপ্ত মদন তান্তি
২০০৯ আমার আত্মহত্যা কালীন জবানবন্দী আদ্রিজা দাশগুপ্ত একাধিক চরিত্র
২০১০ রাজা লিয়ার (শেক্সপিয়ারের কিং লিয়ার ) সুমন মুখোপাধ্যায় এডমন্ড
২০১১ দেবী সর্বমস্তা (মনোজ মিত্র) দেবেশ চট্টোপাধ্যায় বর্ণনাকারী এবং রাজা লোকেন্দ্র প্রতাপ
২০১২ চন্দ্রগুপ্ত কৌশিক চট্টোপাধ্যায় রাজা নন্দ
২০১৩ তিন কন্যা অবন্তী চক্রবর্তী আন্দ্রেই
২০১৩ অ্যান্টনি সৌদামিনী সৌমিত্র মিত্র অ্যান্টনি
২০১৩ নাগমণ্ডলা (গিরিশ কর্ণাদ লিখেছেন) [7] অবন্তী চক্রবর্তী নাগা এবং আপান্না
২০১৩ তিন পয়সার পালা তথাগত চৌধুরী মহিন ডাকাত
২০১৪ যারা আগুন লাগায় [8] সুমন মুখোপাধ্যায় গটলিপ বিড্ডারম্যান
২০১৪ বিসর্জন (রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক) সুমন মুখোপাধ্যায় রাজা গোবিন্দ মানিক্য
২০১৪ ট্রয় (হোমার ইলিয়াড ভিত্তিক) অবন্তী চক্রবর্তী হেক্টর
২০১৪ ছায়াবাজি চন্দন সেন ছায়া (ছায়া)
২০১৫ ইচ্ছের অলি গলি অবন্তী চক্রবর্তী স্ট্যানলে কোওলস্কি
২০১৫ এফএম মহানগর অরিন্দম মুখার্জি অভ্র
২০১৫ কারু বাসনা (জীবনানন্দ দাশের একটি উপন্যাস অবলম্বনে) অর্পিতা ঘোষ, দেবেশ চট্টোপাধ্যায় হেম
২০১৬ অদ্য শেষ রজনী, ব্রাত্য বসু অমিয় চক্রবর্তী
২০১৬ অথৈ (শেক্সপিয়ারের ওথেলোর উপর ভিত্তি করে) [9] অর্ণা মুখোপাধ্যায় আনারগো (আইগো ভিত্তিক)
২০১৯ তিতুমীর [10][11] জয়রাজ ভট্টাচার্য তিতুমীর
২০১৯ পন্টু লাহা ২.০ [12] অনির্বাণ ভট্টাচার্য জুনিয়র শাকিল আনসারী

পরিচালনা

২০১০ সালে তিনি নিজের নাট্যদল সংঘরাম হাতিবাগান গঠন করেছেন।

তাঁর পরিচালিত নাটকগুলির একটি তালিকা এখানে রয়েছে : -

• গুরু

• চৌমাথা

• উদরনীতি ( স্লায়োমির ম্রোজেেেক রচিত একটি সংক্ষিপ্ত নাটক আউট-এট সি এর অনুবাদ )

পন্টু লাহা ২.০ ( বারটোল্ট ব্রেখট রচিত নাটক জনাব পুন্তিলা ও তাঁর ম্যান মাত্তি অবলম্বনে )

চলচ্চিত্র

অনির্বাণ ২০১৫ সালে জি বাংলা সিনেমা অরিজিনালস-এর সাথে কাদের কুলের বউ, যদি বল হ্যা এবং এভাবে ফিরে আসাা যায় এর মতো বাংলা ভাষার চলচ্চিত্রগুলি দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। তিনি অপর্ণা সেনের আরশিনগরে পার্শ্ব চরিত্রে অভিনয় করে পর্দায় হিট হয়েছেন। [13] ২০১৬ সালে, তিনি অরিন্দম সিলের ২০১৬ঈগলের চোখ চলচ্চিত্রে "বিজন রায়" নামে একটি ভিন্ন চরিত্রের চরিত্রে নিয়ে হাজির হয়েছিলেন এবং অবশেষে তার অসাধারণ অভিনয়ের জন্য আলোচনার জন্ম দিয়েছিলেন। [14] সেই ছবিতে বিজন রায় চরিত্রে অভিনয়ের জন্য তিনি বিএফজেএ- সর্বাধিক প্রতিশ্রুতিশীল অভিনেতা হিসেবে পুরস্কারও অর্জন করেছেন। একই চরিত্রের জন্য তিনি পার্শ্ব অভিনেতার ভূমিকায় সেরা অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন[15] ভট্টাচার্য আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র পুরস্কারে (আইবিএফএ) সেরা নবীন অভিনেতার পুরস্কারও পেয়েছেন। সম্প্রতি, অনির্বাণ কলকাতা কলম্বাসে একটি রেডিও জকি চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি ২০১৬ সালে সর্বাধিক প্রশংসিত অভিনেতা হয়ে ওঠেন এবং সংবাদপত্র ইবেলা কর্তৃক "অজেয় সম্মান ২০১৭" পান। [16]

বছরচলচ্চিত্রপরিচালকচরিত্র
২০১৩কলকাতার কিং (থ্রি পেনি অপেরা অবলম্বনে)যুধজিত সরকারকিং/কেকে
২০১৫কাদের কুলের বউসৌভিক কুণ্ডুকানাদ ব্রহ্মা
যদি বলো হ্যাঅভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়সায়ান সেন
এভাবে ফিরে আসা যায়অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়কৌশিক দত্ত
আরশিনগরঅপর্ণা সেনমন্টি
ক্ষত (চলচ্চিত্র)কমলেশ্বর মুখোপাধ্যায়কিংশুক
২০১৬ঈগলের চোখ[17][18]অরিন্দম শীলবিষাণ রায়
কলকাতায় কলম্বাসসৌরভ পালোহিস্যাম
২০১৭দূর্গা সহায়[19][20]অরিন্দম শীলমাধব
ধনঞ্জয়[21][22]অরিন্দম শীলধনঞ্জয়
ঘ্যা চ্যাং ফু জয়রাজ ব্যানার্জী
২০১৮জোজো [23]অর্ঘদ্বীপ চ্যাটার্জীঅনির্বাণ
আলিনগরের গোলকধাঁধা[24][25][26]সায়ন্তন ঘোষালসোহম
ল্যাবরেটরিসৌমিক চট্টোপাধ্যায়রেবতী ভট্টাচার্য্য
উমা[27][28]সৃজিত মুখোপাধ্যায়মহিতোষ সুর
এক যে ছিল রাজা[29][30]সৃজিত মুখোপাধ্যায়সত্য ব্যানার্জী
২০১৯শাহজাহান রিজেন্সি[31]সৃজিত মুখোপাধ্যায়অর্ণব সরকার
ফাইনালি ভালবাসা[32][33]অঞ্জন দত্তজয়
ভিঞ্চি দা[34][35]সৃজিত মুখোপাধ্যায়বিজয় পোদ্দার
বিবাহ অভিযানবিরসা দাশগুপ্তবুলেট সিং
গুমনামিসৃজিত মুখোপাধ্যায়চন্দ্রচূড় ধর
ঘরে বাইরে আজঅপর্ণা সেননিখিলেশ চৌধুরী
২০২০দ্বিতীয় পুরুষসৃজিত মুখোপাধ্যায়খোকা
ডিটেকটিভজয়দীপ মুখার্জীমহিমচন্দ্র
ড্রাকুলা স্যারদেবালয় ভট্টাচার্য্যরক্তিম ওরফে ড্রাকুলা স্যার
বীরপুরুষ রাজর্ষি দে
বালিঘর অরিন্দম শীল
২০২১মুখোশ বিরসা দাশগুপ্ত কিংশুক
গোলন্দাজ ধ্রুব ব্যানার্জী ভার্গব
২০২২বল্লভপুরের রূপকথা স্বয়ং _
২০২৩ মিথ্যে প্রেমের গান পরমা নেওটিয়া অভিক [36]
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে আশিমা ছিব্বর
আবর বিবাহ অভিজান সৌমিক হালদার বুলেট সিং

পুরস্কার

♦ নীরদ বারান স্মৃতি পুরস্কার

সুমন মুখোপাধ্যায় রচিত রাজা লিয়ার নাটকে এডমন্ডের ভূমিকায় সেরা থিয়েটার অভিনেতা (পুরুষ) এর জন্য বিআইজি এফএম থেকে বিআইজি বাংলা রাইজিং স্টার পুরস্কার [37]

দেবী সর্বমাস্তায় দ্বৈত ভূমিকার জন্য নাট্যদল স্বপ্না সন্ধনী কর্তৃক সায়মল সেন স্মৃতি সম্মান।

দেবী সর্বমস্তার জন্য সেরা অভিনেতা হিসাবে সুদ্রাক সম্মান।

♦ সুন্দররাম সম্মান

♦ ২০১৪ সালে নাগমণ্ডলায় দ্বৈত ভূমিকার জন্য সেরা অভিনেতা হিসাবে জি বাংলা গৌরব পুরস্কার

♦ ২০১৭ সালের সেরা প্রতিশ্রুতিশীল অভিনেতার জন্য ডাব্লুবিএফজেএ পুরস্কার [38]

♦ ২০১৭ ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব অভিনেতা হিসাবে ঈগলের চোখ বিজন রায় চরিত্রে অভিনয়ের ভূমিকার জন্য [39]

♦ থিয়েটারে এক্সিলেন্সের জন্য মেটা অ্যাওয়ার্ড, 2017 সালে অদ্য শেষ রজনীতে অ্মিয় চরিত্রে অভিনয় করার জন্য সেরা অভিনেতা [40]

২০১৭ সালে এবেলা সংবাদপত্র দ্বারা আজিও সম্মান [41]

♦ আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র পুরস্কার (আইবিএএ) -তে সেরা নবীন অভিনেতার পুরস্কার।

♦ ২০১৯ সালে ভারত বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার- (বিবিএফএ) সেরা প্লেব্যাক সিঙ্গারের জন্য (পুরুষ) ২০১৯ সালে শাহজাহান রিজেন্সি চলচ্চিত্রের কিচ্ছু চাইনি আমি গানের জন্য

♦ তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব (টিবিএফএফ আয়না) - ২০১৯ সালের ঘরে বাইরে আজ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার [42]

♦ ডাব্লুবিএফজেএ ২০২০ সালে বিবাহ অভিযান চলচ্চিত্রের জন্য একটি কমিক চরিত্রে সেরা অভিনেতা হিসাবে

♦ হইচই পুরস্কার- ২০২০ সালে ব্যোমকেশ ওয়েব সিরিজ থেকে ব্যোমকেশ বক্সীর চরিত্রে সবচেয়ে প্রিয় চরিত্র

টেলিভিশন

বর্তমানে, অনির্বাণ একটি স্বতন্ত্র টেলিভিশন কৌতুক অনুষ্ঠান অপুর সংসারে কাজ করেছেন,

যাতে শাশ্বত চ্যাটার্জীও আছেন। এটি ২৬শে জানুয়ারি থেকে জি বাংলাতে প্রচার শুরু করেছে। [43] তিনি জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান দিদি নম্বর ১ এ অতিথি হিসাবে এবং দাদগিরি আনলিমিটেড সিজন ৭ এর প্রতিযোগী হিসাবে উপস্থিত হয়েছেন। কালার্স বাংলার হোম থিয়েটারে অদ্য শেষ রজনী নাটকটি প্রচারিত হয়েছিল। কালার্স বাংলার তিনি হুশিয়ার বাংলা উপস্থাপনা করেছেন । [44]

অনির্বাণ এখন টেলিভিশন সিরিজ ভূমিকন্যা তে অভিনয় করেছেন, এটি অরিন্দম সিল প্রযোজনা করেছেন এবং স্টার জলশায় প্রচার শুরু করেছেন। এই সিরিজটিতে অনির্বাণ পুরুষ নির্বাহী "অঙ্কুশ" চরিত্রে অভিনয় করেছেন, তিনি একজন নির্ভীক ও সৎ বন রেঞ্জার। [45][46][47]

ওয়েব সিরিজ

অনির্বাণ এখন ওয়েব সিরিজ ব্যোমকেশে কাজ করছেন, যেখানে তিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গোয়েন্দা ব্যোমকেশ বক্সী চরিত্রে অভিনয় করেছেন। এই ব্র্যান্ডের নতুন ওয়েব সিরিজটি ১৪ ই অক্টোবর ২০১৭ থেকে হইচই এ ( শ্রী ভেঙ্কটেশ ফিল্মের একটি ওয়েব প্ল্যাটফর্ম) সম্প্রচারিত হয়েছে [48][49][50][51] তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি নামের বিখ্যাত ছোটো গল্পের উপর ভিত্তি করে চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যা হইচই এ সম্প্রচারিত হয়েছে।

বছর সিরিজ / ফিল্ম পরিচালক চরিত্র
২০১৭-২০১৯ ব্যোমকেশ (মৌসুম ১-৪) সায়ন্তন ঘোষাল, সৌমিক চট্টোপাধ্যায় ব্যোমকেশ
২০১৮ ল্যাবরেটরি সৌমিক চট্টোপাধ্যায় রেবতী
২০১৯ পাচ ফোড়ন সুমন মুখোপাধ্যায় ইন্দ্রজিৎ
২০১৯ মনভঞ্জন অভিজিৎ চৌধুরী গোপীনাথ
২০২০ ব্যোমকেশ (মৌসুম ৫) সৌমিক হালদার ব্যোমকেশ

প্লেব্যাক

২০১৮ সালে, অনির্বাণ তার ক্যারিয়ারে প্রথমবারের মতো প্লেব্যাক করেছেন। শ্রীজিৎ মুখার্জি পরিচালিত শাহজাহান রিজেন্সি চলচ্চিত্রের "কিচ্ছু চাইনি অমি" গানের জন্য তার কণ্ঠ দিয়েছেন। তিনি তার প্লেব্যাকে নিখুঁত পরিবেশনা করেন এবং গানটি প্রকাশিত হওয়ার পর থেকেই প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। পেশাদার গায়ক না হওয়ার পর তিনি শ্রোতাদের প্রতিক্রিয়া দেখে হতবাক ও অভিভূত হয়েছিলেন। তিনি ২০২০ সালে "ড্রাকুলা স্যার" চলচ্চিত্রের "প্রিয়তমা" গানের জন্যও নিজের কণ্ঠ দিয়েছেন। এই গানটিও খুব সুন্দর এবং শ্রোতা তাঁর কাজের প্রশংসা করেছেন। [52][53]

তথ্যসূত্র

  1. "বিষাণ ভট্টাচার্য"www.anandabazar.com
  2. "The 12th Mahindra Excellence in Theatre Awards: And the winner is…"The Financial Express। ১২ মার্চ ২০১৭।
  3. "Stars shine at Eagoler Chokh success party"The Times of India
  4. "Calcutta Most Desirable Men | Times Poll"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৯
  5. "Anirban Bhattacharya-Actor, Director, Writer"www.anirbanactor.com
  6. বিশ্বাস, চৈতালি। "আমরা বামপন্থা-উত্তর সময়ে বাংলা থিয়েটার করতে এসেছি"www.ebela.in
  7. "New challenges"Telegraph India
  8. "Theatre Review: Jaara Aagun Lagay"The Times of India
  9. "Ways of remembering the bard"Telegraph India
  10. https://timesofindia.indiatimes.com/entertainment/bengali/theatre/joyraj-to-stage-play-on-titumir-with-anirban/articleshow/68010489.cms
  11. https://timesofindia.indiatimes.com/entertainment/bengali/theatre/anirban-is-back-on-stage/articleshow/69359845.cms
  12. https://timesofindia.indiatimes.com/entertainment/bengali/movies/news/anirbans-pontu-laha-2-0-to-be-premiered-at-purba-paschims-festival/articleshow/71689598.cms
  13. "Film is a director's medium"Hindustan Times। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৬
  14. বিশ্বাস, অন্তরা মজুমদার ও পৃথা। "আমি আর অনির্বাণ মিলে যে কাজ করতে পারব,কেউ পারবে না"=www.ebela.in
  15. "Anirban Bhattacharya:I went blank when my name was announced"The Times of India। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৭
  16. মুখোপাধ্যায়, দেবশঙ্কর। "হল কী অনির্বাণের!"www.anandabazar.com
  17. "Eagoler Chokh Movie Review, Trailer, & Show timings at Times of India"The Times of India
  18. "A whodunit that delves into the mysteries of human psychology"www.nandankolkata.com। ৬ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৭
  19. "Durga Sohay Movie Review, Trailer, & Show timings at Times of India"The Times of India
  20. "Durga Sohay actors talk about their characters"The Times of India
  21. "Trailer of Bengali film on hanging of rape-murder accused"Hindustan Times। ৩ জুলাই ২০১৭।
  22. "Film on Dhananjoy hanging case"The Times of India
  23. মুখোপাধ্যায়, দেবশঙ্কর। "বাংলায় পুতুল-ভূত"www.anandabazar.com
  24. "Anirban Bhattacharya and Parno Mittra reveal why they chose to do 'Alinagarer Golokdhadha'"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৯
  25. "Parno and Anirban at the press conference of the film Alinagarer Golokdhadha"The Times of India। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৯
  26. "ইতিহাসের পাতায় ধাঁধার সমাধান"Anandabazar Patrika। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৯
  27. "পোষ্টার মুক্তি পেল উমা-র"Ann news Bengali | Part of A.N.N News Private Limited (মালায়ালাম ভাষায়)। ২০১৮-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৯
  28. "এবার ইতিহাস থেকে ভাওয়াল সন্ন্যাসী কাণ্ড পর্দায় আনছেন সৃজিত"Sangbad Pratidin। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৯
  29. "'I'm learning and enjoying films' — Anirban Bhattacharya"www.telegraphindia.com
  30. "কমফোর্ট জোন থেকে বের করেন সৃজিতদা"Eisamay। ১৩ সেপ্টেম্বর ২০১৮।
  31. "Bengal is not very generous in terms of money: Anirban - Times of India"The Times of India
  32. "What's Anirban Bhattacharya's dream role? - Times of India"The Times of India
  33. বন্দ্যোপাধ্যায়, স্রবন্তী। "সিরিয়াল আমাদের পেছনে টানছে, গুহাবাসী করে তুলছে: অনির্বাণ ভট্টাচার্য"anandabazar.com
  34. "Watch: Anirban delivering his popular dialogue in a rapid fire round! - Times of India"The Times of India
  35. "Here's all you need to know about Srijit's next 'Vinci Da' - Times of India"The Times of India
  36. Bengal, Xpress (২০২৩-০১-২৯)। "Mitthye Premer Gaan Lyrics : মিথ্যে প্রেমের গান -এর লিরিক্স গেয়েছেন ঈশান মিত্র"Bengal Xpress। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৯
  37. "afaqs! > Media Newslets > BIG Bangla Rising Star Awards raises a toast of honor for the stars of tomorrow"www.afaqsreporter.com। ২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৭
  38. Bangaliana, Sholoana। "West Bengal Film Journalists' Association Awards 2017 Held - Sholoanabangaliana Portal"sholoanabangaliana.in
  39. "High five! 'Cinemawala' turns show-stealer at Jio Filmfare Awards East"The Times of India
  40. Maqsood, Zofeen। "META AWARDS Gala Night in India"www.broadwayworld.com
  41. "Ajeyo Samman News in Bengali - Ebela.in"ebela.in
  42. https://www.newindianexpress.com/cities/hyderabad/2019/dec/09/rakhee-maa-still-rules-the-silver-screen-2073479.html
  43. Team, Tellychakkar। "Joyjit and Pushpita to grace Zee Bangla's Apur Sansar"www.tellychakkar.com
  44. Team, Tellychakkar। "Anirban Bhattacharya to host Colors Bangla new crime show Hushiar Bangla"www.tellychakkar.com
  45. এবেলা.ইন, শাঁওলি। "একটি সাপের সঙ্গে তিন দিন! শিউরে ওঠা অভিজ্ঞতার কথা শোনালেন অনির্বাণ"ebela.in
  46. "Star Jalsha plans major leap with 'Bhoomikanya'"। Uniindia.com। ২০১৮-০৭-২৬। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৭
  47. "আমি কোনও দিনই কনফিডেন্ট নই: অনির্বাণ ভট্টাচার্য"anandabazar.com
  48. "Sneak peak"Tribune India
  49. "Anirban to play Byomkesh in web series"The Times of India
  50. দেব, স্বর্ণাভ। "বর্ন ট্যালেন্ট নই, আমি পরিশ্রমী"Anandabazar Patrika। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৯
  51. ওবেলা। "উত্তমকুমার বা অমিতাভ বচ্চন তো হতে পারব না! যা আছি, তা-ই থাকব, জানালেন নতুন ব্যোমকেশ"ebela.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-২৯
  52. "It's 'playback' time for actor Anirban Bhattacharya! - Times of India"The Times of India
  53. "anirban Bhattacharya actor - Google Search"www.google.com

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.