অদ্রীশ বর্ধন
অদ্রীশ বর্ধন [1] (১ ডিসেম্বর, ১৯৩২ - ২০ মে, ২০১৯) প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, ঔপন্যাসিক ও অনুবাদক। জন্ম কলকাতায় এক শিক্ষক-পরিবারে। অ্যাডভেঞ্চারের টানে জীবনে অনেক পেশার সাথে যুক্ত ছিলেন। চাকরি, ব্যবসা ও সাহিত্যসাধনা। পরে নামী একটি প্রতিষ্ঠানের পারচেজ ম্যানেজার-পদে ইস্তাফা দিয়ে পুরোপুরি চলে আসেন লেখার জগতে। গোয়েন্দা কাহিনী দিয়ে লেখালেখির শুরু করেন। তার সৃষ্ট গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র ও মেয়ে গোয়েন্দা নারায়নী। বাংলায় বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অতীন্দ্ৰিয় জগৎ অতিপ্রাকৃত, অনুবাদ ইত্যাদি লেখার ক্ষেত্রে অদ্রীশ বর্ধন অন্যতম স্বীকৃত নাম। ভারতের প্রথম কল্পবিজ্ঞান-পত্রিকা “আশ্চর্যর ছদ্মনামী সম্পাদক। সম্পাদনা করেছেন "ফ্যানটাসটিক। সত্যজিৎ রায়ের সভাপতিত্বে প্রথম "সায়ান্স ফিকশন সিনে ক্লাব”-এর প্রতিষ্ঠাতা-সম্পাদক তিনি। পত্রিকা, রেডিও, ফিল্ম ক্লাবের মাধ্যমে কল্পবিজ্ঞানকে আন্দোলন-আকারে সংগঠিত করেন। একাধিক পুরস্কার পেয়েছেন সাহিত্যে অবদানের জন্য। কিশোর জ্ঞানবিজ্ঞান ও পরপর দুবছর "দক্ষিণীবার্তার শ্রেষ্ঠগল্প পুরস্কার। অনুবাদের ক্ষেত্রে ‘সুধীন্দ্রনাথ রাহা-পুরস্কার।
অদ্রীশ বর্ধন | |
---|---|
জন্ম | কলকাতা ব্রিটিশ ভারত | ১ ডিসেম্বর ১৯৩২
মৃত্যু | ২১ মে ২০১৯ ৮৬) | (বয়স
পেশা | লেখক, ঔপন্যাসিক অনুবাদক |
জাতীয়তা | ভারতীয় |
ধরন | উপন্যাস, ছোটো গল্প অনুবাদ |
উপন্যাস
- অমানুষিকী
- অসহ্য সাসপেন্
- অসহ্য সাসপেন্স ২
- অসহ্য সাসপেন্স ৩
- আতঙ্ক অমনিবাস
- আমার মা সব জানে ১ খণ্ড
- আমার মা সব জানে ২ খণ্ড
- আমার মা সব জানে ৩ খণ্ড
- আবার শার্লক হোমস্ (অ্যাড্রিয়ান কন্যান ডয়েল ও জন ডিকসন কার)
- আশ্চর্য আলমারী
- ইটি
- এডগার অ্যালান পোর রচনা সংগ্রহ ১ খণ্ড
- এডগার অ্যালান পোর রচনা সংগ্রহ ২ খণ্ড
- এডগার অ্যালান পোর রচনা সংগ্রহ ৩ খণ্ড
- কেস অফ চার্লস ডেক্সটার ওয়ার্ড
- কন্যা, তুমি অনন্যা
- কথাসরিৎসাগর
- গোয়েন্দা ইন্দ্রনাথ রুদ্র সমগ্র (১ খণ্ড - ১৩ খন্ড)
- জুল ভের্ণ সমগ্র ১ খণ্ড
- জুল ভের্ণ সমগ্র ২ খণ্ড
- জুল ভের্ণ সমগ্র ৩ খণ্ড
- জুল ভের্ণ সমগ্র ৪ খণ্ড
- টারজান ফিরে এলো
- নিতঙ্ক
- ফ্যানট্যাস্টিক
- পাতায় পাতায় রহস্য
- প্রফেসর নাটবল্টুচক্র সংগ্রহ ১ খণ্ড
- প্রফেসর নাটবল্টুচক্র সংগ্রহ ২ খণ্ড
- পাঁচটি রহস্য উপন্যাস
- বিশ রহস্য
- বিশ্বসেরা সায়ান্স ফিকশান
- মাকড়শা আতঙ্ক
- মেঘ দ্বীপের আতঙ্ক
- শার্লক হোমস সমগ্র ১ খণ্ড
- শার্লক হোমস সমগ্র ২ খণ্ড
- সুপারম্যান বিক্রমজিৎ
- সেরা কল্পবিজ্ঞান অমনিবাস
- সেরা গোয়েন্দা উপন্যাস – ইন্দ্রনাথ রুদ্রের চারটি রহস্য অ্যাডভেঞ্চার
- সেরা আশ্চর্য! সেরা ফ্যানট্যাস্টিক
তথ্যসূত্র
- Who's who of Indian Writers, 1999: A-M। দিল্লি: Sahitya Akademi। ১৯৯৯। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৭।