অথর্ব
অথর্ব মুরালি, বা অথর্ব, হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যিনি সাধারণত তামিল চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তার পিতা বিখ্যাত তামিল চলচ্চিত্র অভিনেতা মুরালি এবং তার প্রপিতামহ কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক এস. সিদ্ধলিঙ্গা। তিনি বায়ানা কায়াথাদি (২০১০) চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জগতে প্রবেশ করেন।[1] এরপর তিনি রহস্য রোমাঞ্চ চলচ্চিত্র মুপ্পোযুধুম আন কার্পানাইগাল (২০১২) চলচ্চিত্রে অভিনয় করেন, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়।
অথর্ব মুরালি | |
---|---|
জন্ম | |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ২০১০ –বর্তমান |
উচ্চতা | ৫'৯" |
পিতা-মাতা |
|
আত্মীয় | এস. সিদ্ধলিঙ্গা (প্রপিতামহ) ডেনিয়াল বালাজি (চাচা) |
প্রাথমিক জীবন
অথর্ব চলচ্চিত্র অভিনেতা মুরালি এবং তার স্ত্রীর দ্বিতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। তার কাব্য নামের একজন বড়ো বোন এবং আকাশ নামের ছোটো ভাই রয়েছে।[2]
কর্মজীবন
২০১০–২০১৭
শিক্ষা সম্পূর্ণ করার পর অথর্ব অভিনয় করার সিদ্ধান্ত নেন এবং নিজেকে তৈরি করার জন্য স্টান্ট কোরিওগ্রাফার এর কাছ থেকে বিভিন্ন শারীরিক কসরত শেখা শুরু করেন। ২০০৯ সালে তিনি সাথিয়া জিওতি ফ্লিমস এর প্রযোজনায় এবং বদ্রি ভেণ্কটেশ এর পরিচালনায় বায়ানা কায়াথাদি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। চলচ্চিত্রটি মার্চ ২০১৯ সালে মুক্তি পায় এবং এতে তিনি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনির বিপরীতে অভিনয় করেন। উক্ত চলচ্চিত্রে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য তিনি রোগারামপুরাম নামক জায়গায় ৪৫ দিন থেকেছিলেন, তার সাথে তিনি সেখানে ঘুড়ি উড়ানোও শিখেছিলেন।[3] চলচ্চিত্রের একটি বিশেষ দৃষ্যে মুরালি অতিথি চরিত্রে অভিনয় করেছেন, চলচ্চিত্রটি আগস্ট ২০১০ সালে মুক্তি পায় এবং চলচ্চিত্র বিশ্লেষকরা অথর্বর অভিনয় এবং নাচের ভূয়সী প্রশংসাও করেছিলেন।[4] একইসাথে কিছু বিশ্লেষক অথর্বর অভিনয়ে কিছু সংশোধনের কথাও বলেছিলেন।[5] তিনি চলচ্চিত্রটির জন্য এডিশন পুরস্কার সেরা নবাগত অভিনেতার খেতাব জিতে নেন এবং একই বিভাগে বিজয় পুরস্কারের মনোনয়ন লাভ করেন। চলচ্চিত্রটির সফলতার জন্য অথর্বকে প্রধান চরিত্রে ভেবে মুরালি তামিল এবং কন্নড় ভাষায় একটি চলচ্চিত্রের কাজ শুরু করেন। কিন্তু বায়ানা কায়াথাদি চলচ্চিত্র মুক্তির এক মাস পর তার বাবা মুরালি হার্ট এটার্ক এ আক্রান্ত হয়ে মারা যান। এরপর ভিন্ন উদ্যোগে কাজ শুরুর পূর্বে অথর্ব পরিবারের সাথে সময় কাটানোর জন্য কাজ থেকে কিছুদিনের বিরতি নিয়ে নেন।[6]
এরপর গৌথম মেনন অথর্বকে প্রধান চরিত্রে ভেবে চলচ্চিত্র পরিচালনার আগ্রহ দেখান।[7] এক বছর পর তার পরবর্তি চলচ্চিত্র মুপ্পোযুধাম আন কারাপানাইগা মুক্তি পায়, যেখানে তার অভিনয় প্রশংসা পায় এবং চলচ্চিত্রও ভালো ব্যবসা করে।[8] তার সবথেকে সফল চলচ্চিত্র হলো পরদেশি, যার জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনের সম্মান লাভ করেন। তার সাম্প্রতিক চলচ্চিত্র হলো চান্দি ভিরান, যেখানে তিনি অভিনেত্রী আনন্দির বিপরীতে কাজ করেছেন এবং চলচ্চিত্র বাণিজ্যিকভাবে সফল হয়েছে।
এস.মাইকেল রায়াপ্পান প্রযোজিত অথর্বর ক্রীড়া চলচ্চিত্র ইয়েতি, যাতে তিনি শ্রী দিব্ব্যার সাথে জুটি বেধেছিলেন, চলচ্চিত্রটি বক্স অফিসে সফলতা লাভ করে। জানুয়ারি ২০১৬ সালে তিনি কিকএস ইন্টারটেইনমেন্ট নামক চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন। তার প্রতিষ্ঠানের প্রথম চলচ্চিত্রের পরিচালক হিসেভে বদ্রি ভেণ্কেটেশ এর নাম ঘোষণা করা হয়, যিনি অথর্বর প্রথম চলচ্চিত্রের পরিচালক ছিলেন।[9] ২০১৭ সালে তার চলচ্চিত্র জেমিনি গানেশানাম সুরিলি রায়াজানাম চলচ্চিত্রে তিনি ঐশ্বর্যা রাজেশ, রেজিনা ক্যাসান্ড্রা, প্রণিতা সুভাষ এবং অদিতি পোহনকর এর বিপরীতে অভিনয় করেন।[10]
২০১৮–বর্তমান
২০১৮ সালে তিনি রহস্য রোমাঞ্চ চলচ্চিত্র ইমাইক্কা নোদিগাতে নয়নতারার ভাইয়ের (অর্জুন) চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রের মাধ্যমে তিনি ক্ষ্যাতি অর্জন করেন এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন।[11] মার্চ ২০১৯ সালে তিনি মেঘা আকাশ এর বিপরীতে বোয়ামেরাং চলচ্চিত্রে অভিনয় করেন।[12] সেপ্টেম্বর ২০১৯ এ গাদ্দালাকোন্দা গণেশ এর মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেন।[13]
চলচ্চিত্র তালিকা
চিহ্নিত চলচ্চিত্রগুলো এখনো মুক্তি পায়নি। |
বছর | চলচ্চিত্র | ভূমিকা | মন্তব্য |
---|---|---|---|
২০১০ | বায়ানা কায়াথাদি | রমেশ | এডিশন পুরস্কার সেরা নবাগত অভিনেতা মনোনয়ন, ভিজয় পুরস্কার সেরা নবাগত অভিনেতা |
২০১১ | কো | নিজ ভূমিকায় | আগা নাগা গানে বিশেষ দৃশ্যে অভিনয় |
২০১২ | মুপ্পোযুধুম উন কারপানাইগাল | রামাচন্দ্র | |
২০১৩ | পরদেশি | রায়াসা | ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনেতা-তামিল নরওয়ে তামিল চলচ্চিত্র উৎসব পুরস্কার সেরা অভিনেতা এডিশন পুরস্কার সেরা অভিনয় ১১তম চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - বিশেষ জুড়ি পুরস্কার মনোনয়ন, ভিজয় পুরস্কার সেরা অভিনেতা |
২০১৪ | ইরুম্বু কুথিরাই | মাইকেল পৃথিবীরাজ | |
২০১৫ | চান্দি বিরান | পায়ারি | |
ইয়েতি | পুগাজয়েন্তি সুব্রামানিয়াম | ||
২০১৬ | কানিথান | গৌতম রামালিঙ্গাম | |
২০১৭ | জেমিনি গানেশানাম সুরিলি রায়াজানাম | জেমেনি গানেশাম | |
২০১৮ | সেম্মা ভোগা আগাথে | রমেশ | প্রযোজক |
ইমাইক্কা নোডিগাল | অর্জুন | ||
২০১৯ | বুমেরাং | শিবা/শক্তি | |
১০০ | এসআই সাথিয়া | ||
গাদ্দালাকোন্দা গণেশ | অভিলাশ | তেলুগু চলচ্চিত্রে আত্মপ্রকাশ | |
২০২০ | কুরুথি আত্তাম | ঘোষিত হবে | কাজ চলছে |
থাল্লি পোগাথে | ঘোষিত হবে | কাজ চলছে | |
ওথাইক্কু ওথাই | ঘোষিত হবে | দেড়ি হচ্ছে | |
রুকমানি ভান্দি ভারুধু | ঘোষিত হবে | দেড়ি হচ্ছে | |
সঙ্গিত ভিডিও
বছর | শিরোনাম | সঙ্গে |
---|---|---|
২০১৮ | বোধাই কোধাই | ঐশ্বর্যা রাজেশ[14] |
তথ্যসূত্র
- Posters, Movie (৪ মে ২০১০)। "Murali's Praises For His Son Adharva | Tamil Movie News"। News.moviegalleri.in। ১৫ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১০।
- "Actor Murali in Coffee with Anu -Part 04/04"। YouTube। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১০।
- ‘I wanted to become a dhobi’. The New Indian Express. Retrieved 29 December 2015.
- "Movie Review : Baana Kaathadi"। Sify.com। ২৫ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৩।
- Tamil's Kites could have been better – Rediff.com Movies. Movies.rediff.com (6 August 2010). Retrieved 29 December 2015.
- "Popular Kannada, Tamil actor Murali dead"। Deccanherald.com। ৩১ আগস্ট ২০১০। ১১ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১০।
- "Gautham Menon considers Adharva"। TamilVix.Com। ৮ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১০।
- "Movie Review : Muppozhudhum Un Karpanaigal"। Sify.com। ৭ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৩।
- Metroplus। "Atharvaa turns producer"। The Hindu। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০।
- "Gemini Ganeshanum Suruli Raajanum movie review: A dumb comedy about relationships – Movies News"। Indiatoday.in। ১৫ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০।
- "'Imaikkaa Nodigal' review: Nayanthara, Anurag Kashyap are great, but script is lacking"। The News Minute। ৩১ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০।
- "Boomerang Movie Review {2.5/5}: The movie's plot is interesting enough to entertain the audience, but the screenplay falters as the story progresses"। Timesofindia.indiatimes.com। ৮ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০।
- "Atharvaa makes his Telugu film debut with 'Valmiki'"। The Hindu। ১৮ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০।
- Ondraga Entertainment (১৪ জুন ২০১৮)। "Bodhai Kodhai – Single Gautham Vasudev Menon, Karthik, Karky, Atharvaa, Aishwarya Rajesh"। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২০ – YouTube-এর মাধ্যমে।