অজেয় রায়
প্রারম্ভিক জীবন
অজেয় রায় ১৯৩৫ সালে বীরভূম জেলার শান্তিনিকেতনে জন্মগ্রহণ করেছিলেন। তার ছাত্রজীবন অতিবাহিত হয় কলকাতা ও শান্তিনিকেতনে। কিছুকাল শিক্ষকতা করার পর বিশ্বভারতী কৃষি অর্থনীতি গবেষণাকেন্দ্রের কর্মীরূপে কাজ করতেন।
সাহিত্য
শিশু কিশোরদের জন্যে অজেয় রায় প্রচুর কাহিনী রচনা করেছেন। তার লেখা সন্দেশ, আনন্দমেলা শুকতারা, কিশোর ভারতী ইত্যাদি পত্রিকায় প্রকাশিত হয়। তার কয়েকটি গল্পে চিত্রাঙ্কন করেছেন সত্যজিৎ রায়।[2] উল্লেখযোগ্য বইগুলির মধ্যে আছে আমাজনের গহনে, ফেরোমন, মুঙ্গু, মানুক দেওতার রহস্য সন্ধানে, কিশোর রচনা সংগ্রহ, এডভেঞ্চার সমগ্র ইত্যাদি। তার সৃষ্ট গোয়েন্দা ও সাংবাদিক চরিত্রের নাম দীপক রায়।[3]
পুরস্কার
ছোটদের জন্যে লেখার স্বীকৃতি স্বরূপ অজেয় রায় একাধিক পুরস্কার পেয়েছেন তার মধ্যে আছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রদত্ত আশালতা সেন স্মৃতি পুরস্কার, পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য পরিষদের পুরস্কার ও পদক, সুবিনয় রায় স্মৃতি পদক, পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত শিশুসাহিত্যে বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার।[3]
তথ্যসূত্র
- "প্রয়াত বাঙালি লেখকের তালিকা"। wbpublibnet.gov.in। স্টেট সেন্ট্রাল লাইব্রেরি, কলকাতা। ২৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭।
- "সত্যজিৎ রায় ॥ নতুন প্রজন্মের কাছে এক সীমাহীন আকাশ"। দৈনিক সংগ্রাম। ১ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১৭।
- অজেয় রায় (২০০৯)। এডভেঞ্চার সমগ্র। কলকাতা: দেজ পাবলিশিং। আইএসবিএন 978-81-295-0929-1।