অছাম জেলা

অছাম জেলা (নেপালি: अछाम जिल्ला এই শব্দ সম্পর্কেশুনুন ), হচ্ছে নেপালের সুদূর পশ্চিমাঞ্চল বিকাস ক্ষেত্রের সেতী অঞ্চলের একটি জেলা। এই জেলার আয়তন ১,৬৯২ কিমি (৬৫৩ মা)মঙ্গলসেন হচ্ছে এই জেলার সদরদপ্তর। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এ জেলার লোকসংখ্যা ২৫৭,৪৭৭ জন। এটি নেপালের দূরতম জেলাগুলোর একটি। অটোমোবাইল দিয়ে কাঠমান্ডু থেকে এখানে যাওয়া যায় এবং নেপালের পশ্চিম সীমান্তের ধানগাধি থেকে নেপালগঞ্জ হয়ে একটি পথ আছে।[1]

অছাম জেলা
अछाम जिल्ला
জেলা
নেপালের মানচিত্রে অছাম জেলার অবস্থান
নেপালের মানচিত্রে অছাম জেলার অবস্থান
দেশ   নেপাল
বিকাস ক্ষেত্রসুদূর পশ্চিমাঞ্চল
অঞ্চলসেতী
সদরদপ্তরমঙ্গলসেন
আয়তন
  মোট১৬৯২ বর্গকিমি (৬৫৩ বর্গমাইল)
জনসংখ্যা (2011)
  মোট২,৫৭,৪৭৭
  জনঘনত্ব১৫০/বর্গকিমি (৩৯০/বর্গমাইল)
সময় অঞ্চলএনপিটি (ইউটিসি+৫:৪৫)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আরো দেখুন

তথ্যসূত্র

  1. "Accham" (ইংরেজি ভাষায়)। Far Western nepal। ২১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০১৩

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.