অগ্রমস্তিষ্ক
মেরুদণ্ডী প্রাণীদের মস্তিষ্কে,অগ্র মস্তিষ্ক বা প্রসেনসেফালন মস্তিষ্কের সবচেয়ে সামনের অংশ।অগ্র মস্তিষ্ক,মধ্য মস্তিষ্ক ও পশ্চাৎ মস্তিষ্ক ভ্রূণীয় কেন্দ্রীয় স্নায়ু তন্ত্র এর অংশ।এটি শরীরের তাপমাত্রা,প্রজনন,খাওয়া,ঘুম ইত্যাদি নিয়ন্ত্রণ করে।
অগ্র মস্তিষ্ক (প্রসেনসেফালন) | |
---|---|
শনাক্তকারী | |
মে-এসএইচ | D016548 |
নিউরোনেমস | 27 |
নিউরোলেক্স আইডি | birnlex_1509 |
টিএ৯৮ | A14.1.03.006 |
টিএ২ | 5416 |
টিই | TE {{{2}}}.html EE5.14.1.0.2.0.10 .{{{2}}}{{{3}}} |
এফএমএ | FMA:61992 |
স্নায়ুতন্ত্রের শারীরস্থান পরিভাষা |
এর দুটি অংশ। আন্তরমস্তিষ্ক (থ্যালামাস,অধিথ্যালামাস, সাবথ্যালামাস, মেটাথ্যালামাস অবথ্যালামাস ও প্রিটেকটাম) এবং টেলেনসেফালন(সেরেব্রাম)। সেরেব্রাম সেরেব্রাল কর্টেক্স ও বেসাল গ্যাংলিয়া নিয়ে গঠিত।
জরায়ুতে অবস্থানের ৮ম সপ্তাহে অগ্র মস্তিষ্ক ডান ও বাম সেরেব্রাল হেমিস্ফিয়ারে বিভক্ত হয়।
অগ্রমস্তিষ্কের অংশ
অগ্রমস্তিষ্ক ৩ভাগে বিভক্ত ৷ যথা:সেরেব্রাম,থ্যালামাস ও হাইপোথ্যালামাস ৷[1]
তথ্যসূত্র
- R., König, Joachim F. (1986, ©1963)। The rat brain : a stereotaxic atlas of the forebrain and lower parts of the brain stem। R.E. Krieger Pub. Co। আইএসবিএন 0882750348। ওসিএলসি 13009225। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.