অগ্নিবীণা এক্সপ্রেস

অগ্নিবীণা এক্সপ্রেস (ট্রেন নং ৭৩৫/৭৩৬) বাংলাদেশ রেলওয়ের অধীনে পরিচালিত ঢাকা থেকে তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল কারী একটি সেমি ননস্টপ আন্তঃনগর ট্রেন। এটি একটি জনপ্রিয়, দ্রুতগামী ও বিলাসবহুল আন্তঃনগর ট্রেন

অগ্নিবীণা এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনআন্তঃনগর ট্রেন
অবস্থাপরিচালিত হচ্ছে
প্রথম পরিষেবা১৭ সেপ্টেম্বর ১৯৮৭ (17 September 1987)
বর্তমান পরিচালকপূর্বাঞ্চল রেলওয়ে
যাত্রাপথ
শুরুকমলাপুর রেলওয়ে স্টেশন
বিরতি৭টি স্টেশনে
শেষতারাকান্দি রেলওয়ে স্টেশন
ভ্রমণ দূরত্ব২১৩ কিলোমিটার (১৩২ মাইল)
যাত্রার গড় সময়৬ ঘণ্টা
পরিষেবার হারদৈনিক
রেল নং৭৩৫/৭৩৬
যাত্রাপথের সেবা
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থাআছে
খাদ্য সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজমিটারগেজ

ইতিহাস

ঢাকা তারাকান্দি রুটে অগ্নিবীণা এক্সপ্রেস উদ্বোধন হয় ১৭ই সেপ্টেম্বর ১৯৮৭ খ্রিষ্টাব্দে।

বিরতিস্থান

অগ্নিবীণা এক্সপ্রেস নিম্নলিখিত স্টেশন যাত্রাবিরতি করে:

সময়সূচী

এটি ঢাকা থেকে ছাড়ে সকাল ১১ টায়, তারাকান্দি পৌছায় বিকাল ৪ টা ৪৫ মিনিটে। তারাকান্দি থেকে ছাড়ে বিকাল ৫ টা ২০ মিনিটে, ঢাকা পৌছায় রাত ১১ টায়।

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.