অক্ষিকাচ

অক্ষিকাচ (ইংরেজি: lens) হচ্ছে চোখের কর্নিয়ার সাথে সম্মিলিত এমন একপ্রকার গঠন; যা দৃশ্যবস্তুর প্রতিবিম্বকে অক্ষিপটে নিবদ্ধ করে। এটি আসলে একটি কাঁচের মত স্বচ্ছ কিন্তু স্থিতিস্থাপক চাকতি; যা কনীনিকার পেছনে থাকে। পক্ষ্মলপেশীর তন্তুগুলো সংকোচন ও প্রসারণের মাধ্যমে এই স্থিতিস্থাপক চাকতির বক্রতা কমিয়ে ও বাড়িয়ে দৃশ্যবস্তুকে রেটিনায় ফোকাস করতে পারে। লেন্সের এই উপযোজন ক্ষমতার ফলে আমরা কাছের ও দূরের জিনিস স্পষ্ট ভাবে দেখতে পারি

অক্ষিকাচ
লেন্সের বক্রতার পরিবর্তন করে দূরের বস্তুর একটি বিন্দু থেকে আসা এবং কাছের বস্তুর একটি বিন্দু থেকে আসা আলোকে একটি ফোকাসে নেয়া হচ্ছে
মানব চোখের ছকবদ্ধ ডায়াগ্রাম
বিস্তারিত
শনাক্তকারী
লাতিনlens crystallin
মে-এসএইচD007908
টিএ৯৮A15.2.05.001
টিএ২6798
এফএমএFMA:58241
শারীরস্থান পরিভাষা
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.