আকোলা জেলা
আকোলা(মারাঠি: अकोला जिल्हा, প্রতিবর্ণী. অকোলা জিল্হা) ভারতের মহারাষ্ট্র রাজ্যের একটি জেলা। আকোলা হচ্ছে জেলার সদরদপ্তর ও বড় শহর। আকোলা জেলা অমরাবতী বিভাগের অন্তর্গত যা ব্রিটিশ কালে বেরার রাজ্য হিসেবে পরিচিত ছিলো।
আকোলা জেলা अकोला जिल्हा | |
---|---|
মহারাষ্ট্রের জেলা | |
মহারাষ্ট্রে আকোলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
প্রশাসনিক বিভাগ | অমরাবতী বিভাগ |
সদরদপ্তর | আকোলা |
তহশিল | ৭ |
সরকার | |
• জেলা সমাহর্তা | শ্রীকান্তনাথ সজ্জন |
• লোকসভা কেন্দ্র | ১ |
• বিধানসভা আসন | ৫ |
আয়তন | |
• মোট | ৫,৪৩১ বর্গকিমি (২,০৯৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৮,১৮,৬১৭ |
• জনঘনত্ব | ৩৩০/বর্গকিমি (৮৭০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৩৯.৬৯% |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৮১.৪১% |
• লিঙ্গানুপাত | ৯৩৮ |
প্রধান মহাসড়ক | ৬ নং মহামার্গ |
গড় বার্ষিক বৃষ্টিপাত | ৭৫০ মিমি |
ওয়েবসাইট | [অকোলা দাপ্তরিক ওয়েবসাইট] |
আকোলা জেলার আয়াতন ৫,৪৩১ কিমি²। যার উত্তরে জুড়ে আছে অমরাবতী জেলা, পূর্বে ওয়াশিম জেলা ও অমরাবতী জেলা, দক্ষিণে ওয়াশিম ও পশ্চিমে বুলদানা জেলা অবস্থিত। ওয়াশিম জেলা আকোলা জেলারই অংশ ছিলো যা ১৯৯৯ সালে আলাদা জেলা গঠন করা হয়।
ভৌগোলিক তথ্য
আবহাওয়া
আকোলা-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ২৯.৯ (৮৫.৮) |
৩৩.২ (৯১.৮) |
৩৭.২ (৯৯.০) |
৪০.৭ (১০৫.৩) |
৪৬.৭ (১১৬.১) |
৩৭.৪ (৯৯.৩) |
৩২.০ (৮৯.৬) |
৩০.৫ (৮৬.৯) |
৩২.১ (৮৯.৮) |
৩৮.৮ (১০১.৮) |
৩১.৫ (৮৮.৭) |
২৯.৪ (৮৪.৯) |
৩৫.০ (৯৪.৯) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ১৩.৫ (৫৬.৩) |
১৫.৭ (৬০.৩) |
২০.০ (৬৮.০) |
২৪.৮ (৭৬.৬) |
২৮.০ (৮২.৪) |
২৬.১ (৭৯.০) |
২৪.১ (৭৫.৪) |
২৩.৪ (৭৪.১) |
২৩.০ (৭৩.৪) |
২০.১ (৬৮.২) |
১৫.৯ (৬০.৬) |
১৩.২ (৫৫.৮) |
২০.৭ (৬৯.২) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ৭.৮ (০.৩১) |
৪.৫ (০.১৮) |
১১.০ (০.৪৩) |
৫.১ (০.২০) |
৬.৬ (০.২৬) |
১৪৬.৩ (৫.৭৬) |
২১০.৭ (৮.৩০) |
১৯৯.৭ (৭.৮৬) |
১২২.০ (৪.৮০) |
৪৫.৪ (১.৭৯) |
১৯.৫ (০.৭৭) |
১৪.২ (০.৫৬) |
৭৯২.৮ (৩১.২২) |
উৎস: IMD |
তথ্যসূত্র
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.